নাটোরে লকডাউন ২২ জুন পর্যন্ত বাড়ল
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় নাটোরে চলমান লকডাউনের মেয়াদ আরও সাত দিন বাড়িয়ে আগামী ২২ জুন পর্যন্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।
এর আগে, গত ৯ জুন থেকে নাটোর ও সিংড়া পৌর এলাকায় সাত দিনের লকডাউন দেওয়া হয়। আজ সেই লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সর্বশেষ নাটোরের লকডাউন আরও সাত দিন বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হলো।
আরও পড়ুন:
Comments