ঝিনাইদহে ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়ে ৫৬.৬৭ শতাংশ
ঝিনাইদহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৬০টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত ৩৪ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৬ দশমিক ৬৭ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩৪ শতাংশ।
আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৪ জনের মধ্যে সাত জন ঝিনাইদহ সদরের, নয় জন শৈলকুপার, সাত জন কালীগঞ্জের ও ১১ জন হরিণাকুণ্ডুর।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. সেলিনা সুলতানা। তিনি জানান, আজ সকালেই কালীগঞ্জে করোনা আক্রান্ত একজন মারা গেছেন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত তিন হাজার ১৫৪ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৮২০ জন ও মারা গেছেন ৬১ জন।
Comments