৬ জেলায় করোনা সংক্রমণ বেড়েছে: স্বাস্থ্য অধিদপ্তর
দেশের ছয়টি জেলায় করোনা সংক্রমণ বেড়েছে। জেলাগুলো হলো— খুলনা, নাটোর, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, নওগাঁ ও দিনাজপুর।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে।
বিভাগ অনুযায়ী হিসাবে রাজশাহী ও খুলনা বিভাগে করোনা সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ব্রিফিংয়ে আরও জানানো হয়েছে, দেশের চার জেলায় করোনা সংক্রমণ কমেছে। সেগুলো হলো— সাতক্ষীরা, নড়াইল, যশোর ও রাজশাহী।
জানুয়ারির পর থেকে এপ্রিলে দেশে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে বলেও জানানো হয়েছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়েছে, চলতি মাসে এখন পর্যন্ত ৩২ হাজারের বেশি করোন রোগী শনাক্ত হয়েছে।
Comments