ঝিনাইদহের ৬ পৌর এলাকায় এক সপ্তাহের বিধিনিষেধ
ঝিনাইদহে গত কয়েকদিনে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। সংক্রমণ প্রতিরোধে জেলার ছয় পৌর এলাকায় এক সপ্তাহের বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন।
আজ বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
তিনি জানান, বিধিনিষেধের আওতায় সন্ধ্যা ৬টা-সকাল ৬টা পর্যন্ত সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পৌর এলাকার সব রুটে গণপরিবহন বন্ধ থাকবে। পণ্য পরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলবে। তবে প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে বলা হয়েছে। এছাড়া মাস্ক ছাড়া বাইরে বের হলে অধিক জরিমানার বিধান রাখা হয়েছে।
আজকের বৈঠকে উপস্থিত ছিলেন- ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এবং জেলার ৬ উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্যরা।
Comments