আকস্মিক বন্যায় ভুটানে ১০ জনের মৃত্যু, নেপালে নিখোঁজ ৭
ভুটানে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় পার্বত্য এলাকায় অন্তত ১০ জনের মৃত্যু ও পাঁচ জন আহত হয়েছেন। পাশের দেশ নেপালেও বন্যা দুর্গত এলাকায় সাত জন নিখোঁজ আছেন।
রয়টার্স জানায়, ভুটানের রাজধানী থিম্পু থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে লায়া এলাকায় এ ঘটনা ঘটে। কর্ডিসেপস নামে এক ধরনের ফাঙ্গাস সংগ্রহ করতে কয়েকজন গ্রামবাসী সেখানে গিয়েছিলেন। এজন্য তারা ওই পাহাড়ি এলাকায় ক্যাম্পও স্থাপন করেছিলেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে আকস্মিক বন্যায় তাদের ক্যাম্পটি ভেসে যায়। এতে ১০ জনের মৃত্যু হয় ও পাঁচ জন আহত হন।
আহতদের উদ্ধারে দুটি হেলিকপ্টার সেখানে পৌঁছেছে। রয়টার্স জানায়, পাহাড়ি রাস্তায় ১১ ঘণ্টা পায়ে হেঁটে ওই দুর্গম এলাকায় পৌঁছেছেন সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল।
এ ঘটনায় শোক জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
এদিকে, নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দিল কুমার তামাং জানান, চীনের তিব্বত সীমান্তবর্তী সিন্ধুপালচাক জেলায় রাতভর বৃষ্টির পর সাত জন নিখোঁজ আছেন। মেলামচি নদীর পারে ওই এলাকায় কয়েক লাখ ঘরবাড়ি ডুবে গেছে।
তামাং রয়টার্সকে বলেন, ‘ক্ষয়ক্ষতির বিস্তারিত সংগ্রহ করা হচ্ছে।’
মেলামচির স্থানীয়রা মালপত্র নিয়ে উঁচু একটি ময়দানে আশ্রয় নিতে শুরু করেছেন। সেনাবাহিনীর হেলিকপ্টারগুলো ওই ময়দান থেকে আটকা পড়াদের উদ্ধার করতে শুরু করেছে।
চলতি বর্ষা মৌসুমে নেপাল ও ভুটানে গত তিন দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
Comments