রাজশাহী শহরে লকডাউন এক সপ্তাহ বাড়ল

রাজশাহী শহরে চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। বুধবার রাতে এ ঘোষণা দেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজশাহী শহরে চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। বুধবার রাতে এ ঘোষণা দেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

আগামীকাল থেকে শহরের সঙ্গে বিভিন্ন উপজেলার যোগাযোগ সম্পূর্ণ স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।

করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের সভা শেষে সিটি মেয়র সাংবাদিকদের জানান, রাজশাহী শহরে করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় সংক্রমণ দিন দিন বেড়েই চলছে।

রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আবদুল জলিল বলেন, ‘লকডাউন চলাকালে সব ধরনের ব্যবসা কার্যক্রম ও পরিবহন চলাচল স্থগিত থাকবে। এ ছাড়াও, শহরের সঙ্গে সব উপজেলার যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, শহরের বিভিন্ন এলাকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

এর আগে, গত শুক্রবার বিকাল ৫টা থেকে আজ মধ্যরাত পর্যন্ত রাজশাহী শহরে লকডাউন আরোপ করেছিল প্রশাসন।

Comments

The Daily Star  | English

Egg supplies take a hit

Wholesalers in Tejgaon, Ctg’s Pahartali halt selling

50m ago