রামেক করোনা ইউনিটে ১৭ দিনে ১৮১ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসের ১৭ দিনে ১৮১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটিই রামেক হাসপাতালের করোনা ইউনিটে এক মাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
এর আগে, দেশে করোনাভাইরাসের প্রথম ঢেউ চলাকালে গত বছরের জুলাইয়ে সেখানে ১১১ জনের মৃত্যু হয়। চলতি বছরের মে’তে সেই রেকর্ড ভেঙে এক মাসে ১২৪ জনের মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগের রেকর্ডগুলো ছিল এক মাসের। আর চলতি মাসে ১৭ দিনেই মৃত্যুর সংখ্যা এত বেশি। ১৮১ জনের মধ্যে ৭১ জন করোনা পজিটিভ ছিলেন।
রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০ জন। একই সময়ে ভর্তি হয়েছেন ৪৪ জন। সব মিলিয়ে বর্তমানে ভর্তি রয়েছেন ৩৫৮ জন।
রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ২১২টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত ৮৯ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪১ দশমিক ৯৮ শতাংশ।
Comments