নাটোরে ২৪ ঘণ্টায় শনাক্ত ৫১.৫৬ শতাংশ
নাটোরে গত ২৪ ঘণ্টায় ১২৮টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত ৬৬ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫১ দশমিক ৫৬ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় ৩০১টি নমুনা পরীক্ষা করে ১২০ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৮৬।
আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় কেউ মারা যাননি। বর্তমানে নাটোর সদর হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৩ জন।
এ পর্যন্ত জেলায় ১৫ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত দুই হাজার ৫১২ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৫৫৭ জন ও মারা গেছেন ৩৯ জন।
Comments