মাদারীপুরে পাওনা টাকার দাবিতে চৌকিদারকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুরে সদর উপজেলায় পাওনা টাকা উদ্ধারে মো. আজিজুল হক (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।
dead body
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

মাদারীপুরে সদর উপজেলায় পাওনা টাকা উদ্ধারে মো. আজিজুল হক (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের কাজিরটেক বাবনাতলা এলাকায় গতকাল দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আজিজুল খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর এলাকার আবদুর লতিফ চৌকিদারের ছেলে। তিনি একই ইউনিয়ন পরিষদে চৌকিদার হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, চরগোবিন্দপুর এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন সিকদারের কাছ থেকে এক লাখ ৬০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন আজিজুল হক। এর মধ্যে তিনি অর্ধেক টাকা পরিশোধ করেছেন। বাকি টাকার জন্য গিয়াস উদ্দিন বেশ কয়েকদিন ধরে আজিজুলকে চাপ দিচ্ছিলেন। গত রাতে গিয়াস ও তার ছেলেসহ বেশ কয়েকজন আজিজুলকে মারধর করেন। তার চিকিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে গিয়াস ও তার সহযোগীরা পালিয়ে যান। আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন।

চৌধুরী রেজাউল করিম আরও বলেন, ‘যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে, তারা ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়েছেন। রাতেই পুলিশ অভিযান চালিয়েছিল কিন্তু কাউকে পাওয়া যায়নি। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

14m ago