ঢাকা-গাজীপুর যাত্রী দুর্ভোগ কমাতে ৩ ট্রেন চালু

ফাইল ফটো

ঢাকা-গাজীপুর সড়কপথে যাত্রী চলাচলের দুর্ভোগ কমাতে তিনটি ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এ তিনটি ট্রেন হলো-ঢাকা-গাজীপুর রুটের তুরাগ এক্সপ্রেস, ঢাকা-যমুনা সেতু (পূর্ব) রুটের টাঙ্গাইল কমিউটার ও ঢাকা-কালিয়াকৈর হাইটেক পার্ক রুটে কালিয়াকৈর কমিউটার।

আগামী ২০ জুন থেকে এ ট্রেনগুলো মোট আসনের অর্ধেক আসনে যাত্রী নিয়ে নির্ধারিত রুটে চলাচল করবে।

রেলওয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের কারণে জয়দেবপুর-ঢাকা সড়কপথে যাত্রী চলাচলে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে। যাত্রী চাহিদা বিবেচনা করে ও দুর্ভোগ কমাতে আগামী ২০ জুন থেকে তুরাগ এক্সপ্রেস, টাঙ্গাইল কমিউটার ও কালিয়াকৈর কমিউটার মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি করার মাধ্যমে ট্রেন পরিচালনার বিষয়টি অনুমোদিত হয়েছে।

এছাড়া, ২০ জুন থেকে পোড়াদহ-গোয়ালন্দ ঘাট রুটে পাঁচটি লোকাল ট্রেন চালুরও সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

করোনা পরিস্থিতি বিবেচনায় ট্রেনগুলো প্রায় তিন মাস ধরে বন্ধ ছিল।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

6h ago