ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানচাপায় এসআই নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পিকআপ ভ্যানচাপায় গোলাম মোস্তফা (৫৭) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
dead body
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পিকআপ ভ্যানচাপায় গোলাম মোস্তফা (৫৭) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গোলাম মোস্তফার মৃত্যু হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালামুড়িয়া এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানচাপায় তিনি গুরুতর আহত হন। পিকআপ ভ্যানটি কুমিল্লার দিকে যাচ্ছিল। এরপর প্রথমে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল।’

গোলাম মোস্তফা কসবা থানায় কর্মরত ছিলেন। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পৈথারা গ্রামের মৃত আলী আজমের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মির্জা মো. সাইফ বলেন, ‘গোলাম মোস্তফা নামে ওই পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। মাথায় আঘাতের কারণে ওই পুলিশ সদস্যের প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার ঘণ্টাখানেক পর তিনি মারা যান।’

Comments

The Daily Star  | English

US must intervene to stop Gaza carnage

Says ‘helpless’ UN chief as 16 more die in the Palestinian enclave

3h ago