কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, শনাক্ত হার বেড়ে ৩৯.০৯ শতাংশ
কুষ্টিয়ায় আবারও বেড়েছে করোনা শনাক্ত ও মৃত্যু হার। গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় চার জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, ৩৯৯টি নমুনা পরীক্ষা করে ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্ত হার ৩৯ দশমিক ০৯ শতাংশ।
আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চার জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন জনের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলায় ও একজন ভেড়ামারা উপজেলার বাসিন্দা।
এর আগের ২৪ ঘণ্টায় ২৭৪টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত ৭৩ জনকে শনাক্ত করা হয়েছিল। শনাক্তের হার ছিল ২৬ দশমিক ৬৪ শতাংশ।
ডা. আনোয়ারুল ইসলাম আরও বলেন, ‘আজ ভোর পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ৭৯ জন ভর্তি আছেন। এর আগের ২৪ ঘণ্টায় ছিলেন ৮৯ জন। বর্তমানে জেলায় হোম আইসোলেশনে আছেন ৮৯৭ জন।’
বাড়ছে লকডাউনের মেয়াদ
কুষ্টিয়ার মিরপুর পৌর এলাকায় আজ পূর্ব ঘোষিত লকডাউনের মেয়াদ শেষ হতে যাচ্ছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হবে বলে জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
Comments