চুয়াডাঙ্গায় ক্লিনিকেই বিয়ে...
ঘটনাটি অনেকটা সিনেমার মতো। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে পাত্র। সংবাদ পেয়ে ছুটে আসবে পাত্রী। এরপর সেখানেই বিয়ে। এমন ঘটনায় সিনেমায় প্রায়ই দেখা যায়। এবার বাস্তবে এই ঘটনা দেখা গেল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায়।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফাতেমা ক্লিনিকে আজ শুক্রবার ভোররাত ১টার দিকে এমন ঘটনা ঘটে। ক্লিনিকে বিয়ের বিষয়টি সকালে প্রকাশ পায়।
ক্লিনিক সূত্র জানায়, নব দম্পতি পরস্পরের পূর্ব পরিচিত। কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় ডান পা ভেঙে গেলে ওই যুবক ভর্তি হন ফাতেমা ক্লিনিকে। দুর্ঘটনার সংবাদ জেনে গতকাল বিকেলে কনে পরিবারের সদস্যদের না জানিয়ে পাশের জেলা থেকে দেখতে আসেন। ছেলে-মেয়ে একে অন্যকে পছন্দ করে জানার পরে পাত্রের বাবা পারিবারিকভাবে বিয়ের আয়োজন করার চেষ্টা করেন। তবে, কনের পরিবার তাতে সম্মত হয়নি। কনেকে বাড়ি ফিরে যেতেও নিষেধ করেন তারা। এক পর্যায়ে ক্লিনিকেই কাজী ডেকে বিয়ে সিদ্ধান্ত হয়।
বিয়ের আয়োজন করেন ফাতেমা ক্লিনিকের মালিক মুনজুর আলী। এ বিষয়ে জানতে চাইলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ছেলের বাবা আমার বাল্যবন্ধু। বন্ধুর ইচ্ছাতেই আমার ক্লিনিকে বিয়ে হয়েছে। আমরা আনন্দিত। দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে হলে আরও ভালো হতো।’
Comments