‘কারা তাকে নিয়ে গিয়েছিল’ ত্ব-হার থেকে জানার চেষ্টা করছে রংপুর পুলিশ
আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে কারা তুলে নিয়ে গিয়েছিল, তা জানতে রংপুর থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। আজ শুক্রবার রংপুর মহানগর পুলিশের কোতোয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজিব বসুনিয়া দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা দেড়টার দিকে জানতে পারি তিনি ফিরেছেন। পরে তাকে আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করছি যে, তাকে কারা নিয়েছিল বা তিনি কোথায় ছিলেন। আমরা এই বিষয়গুলো নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছি।’
ত্ব-হার নামে কোনো মামলা আছে কি না, জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা ডেইলি স্টারকে বলেন, ‘না, তার নামে কোনো মামলা নেই। তাকে কারা নিয়ে গিয়েছিল, তিনি কোথায় ছিলেন, এগুলো জানতেই আমরা তার সঙ্গে কথা বলছি।’
নিখোঁজ আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের খোঁজ পাওয়ার বিষয়টি আজ দুপুরে ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন তার স্ত্রীর বড় ভাই মোহাম্মদ হানিফ।
তিনি বলেন, ‘আমি আমার ছোট ভাই জাকারিয়ার কাছ থেকে জানতে পেরেছি আবু ত্ব-হাকে পাওয়া গেছে। তিনি ইতোমধ্যে তার রংপুরের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।’
কিন্তু, কখন, কোথায়, কীভাবে আবু ত্ব-হাকে পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি বলে জানান মোহাম্মদ হানিফ।
সূত্র জানিয়েছে, আবু ত্ব-হার সঙ্গে নিখোঁজ বাকি তিন জনের খোঁজও পাওয়া গেছে। তবে, পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি। এ ছাড়া, গাড়ির সন্ধান পাওয়া গেছে কি না, তাও নিশ্চিত করেনি পুলিশ।
গত ১০ জুন দুই জন সঙ্গী ও গাড়িচালকসহ নিখোঁজ হন আবু ত্ব-হা। এরপর আবু ত্ব-হার সন্ধান পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে একটি চিঠি লিখেন তার স্ত্রী সাবিকুন্নাহার। গত ১৬ জুন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আবু ত্ব-হার খোঁজ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আকুতি জানান সাবিকুন্নাহার।
আরও পড়ুন:
ত্ব-হার সন্ধান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্ত্রী সাবিকুন্নাহারের আবেদন
আবু ত্ব-হা'র বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি: স্বরাষ্ট্রমন্ত্রী
নিখোঁজ আবু ত্বহার সন্ধানে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে স্ত্রীর চিঠি
Comments