খুমেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, জেলায় শনাক্ত ৩৮.৫ শতাংশ

গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আট জন করোনা পজিটিভ ও তিন জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ ছাড়া, খুমেকের পিসিআর ল্যাবে ১৭১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

আজ শনিবার খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনিন জানান, খুলনায় প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। খুমেক হাসপাতালের নিচতলায় স্থাপিত ১৩০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি রয়েছেন। আজ সকাল ১০টা পর্যন্ত সেখানে রোগী ভর্তি আছেন ১৫৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪১ জন।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদি নেওয়াজ ডেইলি স্টারকে জানান, গত ২৪ ঘণ্টায় খুমেকের পিসিআর ল্যাবে ৪৪৮টি নমুনা পরীক্ষা করে ১৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮ দশমিক ১৭ শতাংশ। এর মধ্যে খুলনার নমুনা ৩৮৭টি। সেখানে পজিটিভ এসেছে ১৪৯ জনের। শনাক্তের হার ৩৮ দশমিক পাঁচ শতাংশ।

খুমেক হাসপাতালের পরীক্ষায় মোট শনাক্ত ১৭১ জনের মধ্যে ১৪৯ জন খুলনার, আট জন বাগেরহাটের, পাঁচ জন যশোরের, তিন জন গোপালগঞ্জের, দুই জন সাতক্ষীরার এবং নড়াইল, মাগুরা, ফরিদপুর ও পিরোজপুরের একজন করে রয়েছে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago