নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫

নরসিংদীতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নারী এবং শিশুসহ মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত ও সাতজন আহত হয়েছেন।
পাঁচদোনার সাকুরার মোড়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: সংগৃহীত

নরসিংদীতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নারী এবং শিশুসহ মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত ও সাতজন আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কের পাঁচদোনা ভাটপাড়া সাকুরার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাধবদী থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম।

নিহতরা হলেন- সাভার জেলার আশুলিয়ার জিরাবো এলাকার আব্দুর রশিদের স্ত্রী রুবি আক্তার (৩৩), তার মেয়ে রাইমা খান (৫) ও তার ভাতিজা সাদেক খান (৮), তাদের আত্মীয় রোকেয়া বেগম (৫২) ও মুক্তি আক্তার (৩০)।

দুর্ঘটনায় আহতেরা হলেন- শামসুন্নাহার বেগম (৬০), কাজিম উদ্দিন (৪২), আব্দুর রশিদ (৪০), রাজিয়া আক্তার (৪০), শারমীন আক্তার (৩৮), সাইফা (১২), ইসরাত জাহান (৮)। হতাহত সবার বাড়ি ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকায়। তারা পরস্পরের আত্মীয়।

এসআই জাহিদুল ইসলাম জানান, হতাহতদের প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর বিবেচনায় চারজনকে ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্যে পথেই মারা যান রুবি আক্তার। আর দুর্ঘটনাস্থল থেকেই রোকেয়া বেগমকে ঢাকায় নেওয়ার চেষ্টা করেন তার স্বজনেরা। কিন্তু, পথে তিনিও মারা যান।

স্বজনদের বরাত দিয়ে এসআই জাহিদুল জানান, শনিবার সকালে মাইক্রোবাসের যাত্রীরা আশুলিয়া থেকে সিলেটে মাজার জিয়ারত করতে গিয়েছিলেন। তারা মাজার জিয়ারত শেষে ফেরার পথে পাঁচদোনার সাকুরার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এর চালক ও চালকের সহযোগী পালিয়ে গেছে বলেও জানান তিনি।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসাদ বলেন, ‘গুরুতর আহত চার জনকে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে দু’জনের হাত থেতলে গেছে। চারজনই মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।’

Comments

The Daily Star  | English
Tofazzal beaten to death at DU

Man beaten to death in DU hall

He was suspected to have stolen students' mobile phones

1h ago