স্লোভাকিয়ার বিপক্ষেই 'ফাইনাল' ম্যাচ খেলবে স্পেন

ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের অন্যতম সফল দল তারা। শক্তির দিক থেকেও এ আসরের ফেভারিট। কিন্তু সেই স্পেনই কি-না টানা দুটি ম্যাচে ড্র করে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছে। টিকে থাকতে শেষ ম্যাচে জিততেই হবে তাদের। তাই স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচটি 'ফাইনাল' মনে করেই খেলবেন স্প্যানিশরা। এমনটাই বলেছেন দলের অন্যতম সেরা তারকা আলভারো মোরাতা।

শনিবার পোল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের ড্র করে দ্বিতীয় রাউন্ড কঠিন করে ফেলে স্পেন। অথচ প্রথমার্ধে দারুণ এক গোলে দলকে গিয়ে নিয়েছিলেন মোরাতা। কিন্তু সে গোলের লিড ধরে রাখতে পারেনি দলটি। তাই গোল করার পর ম্যাচ শেষে মন ভালো নেই এ জুভেন্টাস তারকা, 'এটি একটি দলগত খেলা। যদি আমরা না জিতি, তবে আমি গোল করি বা না করি তাতে কোনো কিছু আসে যায় না। আমি হতাশ যে আমরা তিনটি পয়েন্ট তুলতে পারিনি, পরের ম্যাচটি এখন আমাদের জন্য ফাইনালের মতো।'

একটি গোল করলেও আগের দিন গোলে পেতে পারতেন আরও। ম্যাচে বেশ কিছু সুযোগই পেয়েছেন এ ফরোয়ার্ড। বিশেষকরে শেষ দিকে তো সহজ একটি সুযোগ নষ্ট করেছেন। বলটা ঘুরতে থাকায় ঠিকভাবে সংযোগ করতে পারেনি বলে জানান মোরাতা, 'বলটি অবিশ্বাস্য গতিতে ঘুরছিল এবং এটি নিয়ন্ত্রণে রাখা খুব কঠিন ছিল। সম্ভবত আমি এর খুব কাছাকাছি ছিলাম এবং আমার ভিন্ন চিন্তা করা উচিত ছিল।'

তবে এমন মিসে প্রবল সমালোচনার মুখে পড়েছেন মোরাতা। অনেকেই হারের দায় দিচ্ছেন মোরাতাকে। যদিও দলের কেউই ছাড় পাচ্ছেন না। তবে এ নিয়ে মাথা না ঘামিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান এ জুভ তারকা, 'লোকেরা যা বলে যদি আমরা তা শুনি তবে কোন লাভ হবে না, কারণ তারা সবাই আমাদের উপর চাপ তৈরি করতে ও সমালোচনা করার অপেক্ষায় রয়েছে। সাধারণত বড় দলগুলো যখন এ ধরণের প্রতিযোগিতায় যায়, তখন একতার ব্যাপারটা চলে আসে।'

এর আগে ২০০৮ ও ২০১২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে স্পেন। মাঝে জিতেছে বিশ্বকাপ। স্বর্ণযুগের সেই দলেরই উত্তরসূরি মোরাতারা। আর এ জন্যই কাজটা অনেক কঠিন হয়ে গেছে বলে জানান এ স্প্যানিশ ফরোয়ার্ড, 'আমরা জানি আমরা এমন একটি প্রজন্মকে অনুসরণ করছি যারা সব কিছু জিতেছে এবং সেই শূন্যস্থান পূরণ করা আমাদের পক্ষে কঠিন, তবে আমাদের নিজের মধ্যে বিশ্বাস রাখতে হবে।'

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago