ভাঙ্গুরায় ক্রেন উল্টে রেললাইনে: ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে যোগাযোগ চালু
পাবনার ভাঙ্গুরা রেলওয়ে স্টেশন এলাকায় স্লিপার তোলার সময় একটি ক্রেন উল্টে লাইনের ওপর পড়ায় ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ ৫ ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়।
আজ রোববার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্রেন সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ভাঙ্গুরা স্টেশন সংলগ্ন এলাকায় ক্রেন দিয়ে একটি মালবাহী ট্রেনে কংক্রিটের স্লিপার তোলার কাজ করা হচ্ছিল। কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে রেল লাইনের আশপাশের মাটি নরম হয়ে যাওয়ায় মাটি ধসে ক্রেনটি হঠাৎ লাইনের ওপর পড়ে।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিম জোনের পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, এ সময় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। পশ্চিম জোনের বিভিন্ন স্টেশনে যাত্রীসহ আটকা পড়ে চিত্রা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস ও লালমনিরহাট এক্সপ্রেস নামের তিনটি ট্রেন।
ভাঙ্গুরা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাজহারুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ লাইনের ওপর থেকে ক্রেনটি সরিয়ে নেওয়া সম্ভব হয়। এর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
Comments