সাতক্ষীরায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৪.৬৮ শতাংশ

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ১৭৩ জনের নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় এ জেলায় চলতি জুন মাসের সর্বনিম্ন ৩৪.৬৮ শতাংশ করোনা শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৪৫.৭৪ শতাংশ।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত জেলায় ১৭৩ জনের নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৪.৬৮ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৫০ জনে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে একজন করোনা পজিটিভ ও সাত জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া একটি বেসরকারি হাসপাতালে একজন করোনায় মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬৪ জনে ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮৮ জনে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা জানান, ২৫০ শয্যার বিপরীতে বর্তমানে রোগী ভর্তি আছেন ২৬২ জন। এর মধ্যে ২৩ জন করোনা পজিটিভ। অন্যরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন।
Comments