চ্যালেঞ্জকে আমরা সুযোগ হিসেবে চিন্তা করি: অর্থমন্ত্রী
দেশে যখন করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ শুরুর আশঙ্কা করা হচ্ছে, তখন অর্থনীতি নিয়ে আশার বাণী শোনালেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ অনেক, বহুবিধ। নাই বলব না। তবে, আমরা চ্যালেঞ্জকে সবসময় সুযোগ হিসেবে চিন্তা করি।’
‘ইতিহাস থেকে দেখেছি, যখন চ্যালেঞ্জ আসে, তখন অনেক সুযোগও আসে’, বলেন তিনি।
করোনা মহামারির মধ্যে কীভাবে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, তার পরিসংখ্যানও তুলে ধরেন অর্থমন্ত্রী। যেমন: চলতি অর্থবছরের শুরুতে রাজস্ব আয় কম থাকলেও গত ১১ মাসে তা ১৭ শতাংশ বেড়েছে। আর রপ্তানি এই সময়ে ১৪ শতাংশ বেড়েছে। বর্তমানে রিজার্ভ প্রায় ৪৬ বিলিয়ন।
অর্থমন্ত্রী বলেন, ‘দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনগুলোতে ভালো করব আশা করি।’
বাজেট ঘাটতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতিসংঘ সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে, করোনার প্রভাব কাটাতে সংকোচন নয়, সম্প্রসারণমূলক নীতি নিতে হবে। তার আগেই আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, “সম্প্রসারণমূলক মুদ্রা ও আর্থিক নীতি নিতে হবে”।’
‘আমাদের আগামী অর্থবছরে বাজেট ঘাটতি ছয় দশমিক দুই শতাংশ, যা আমেরিকার ১৮ শতাংশ, ভারতের ১৩ দশমিক শূন্য সাত শতাংশ, জাপানের ১২ দশমিক নয় শতাংশ, চীনের ১১ দশমিক ৮৮ শতাংশ ও ভিয়েতনামের ছয় দশমিক দুই শতাংশ। এখন সব দেশই ঘাটতি বাড়িয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে. বলেন তিনি।
কালো টাকা সাদা করার বর্তমান সুযোগ আগামী অর্থবছরে অব্যাহত থাকবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আগামী ২৯ জুন অর্থবিল পাস হওয়ার সময় এ বিষয়ে জানা যাবে।’
Comments