ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় বশেমুরবিপ্রবির শিক্ষার্থী গ্রেপ্তার
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।
গ্রেপ্তার হওয়া শিক্ষার্থী ফয়সাল আহম্মেদ মীনা (২৫) বিশ্ববিদ্যালয়টির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র।
গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহসভাপতি মো. মাসুদ রানা বুধবার গোপালগঞ্জ থানায় ফয়সালেরর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মামলার পর ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। সমস্ত আলামত জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
এ ব্যাপারে উপজেলা যুবলীগের সহসভাপতি মো. মাসুদ রানা বলেন, ‘ওই ছাত্র ফেসবুকে আমার এক পোস্টে আওয়ামী লীগ সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে। তার ফেসবুক অ্যাকাউন্ট ঘাটাঘাটি করতে গিয়ে দেখি গত ১৬ জুন একটি স্ট্যাটাসে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যার ইচ্ছার কথা লিখেছেন। আমি তার ফেসবুকের পোস্টের স্ক্রিনশট প্রিন্ট করে গোপালগঞ্জ থানায় মামলা করি।’
ফয়সাল আহম্মেদ মীনার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া জাঙ্গাল বাজার এলাকায়।
তার বাবা পল্লী চিকিৎসক আলমগীর মীনা বলেন, ‘আমার ছেলে ২০১৪ সাল থেকে মানসিক রোগে ভুগছে। ওষুধ খেলে সে ভালো থাকে। ওষুধ খাওয়া বন্ধ করে দিলেই উল্টো-পাল্টা করে।’
তিনি আরও বলেন, ‘গত ১ মাস ধরে সে ওষুধ খাচ্ছে না। তাই ফেসবুকে এ ধরনের স্ট্যাটাস দিয়ে আমাদের বিপদে ফেলেছে। ছেলেকে নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েছি।’
Comments