বাটলারে উড়ে গেল শানাকার শ্রীলঙ্কা
কার্ডিফে মন্থর উইকেটে আগে ব্যাটিং বেছে বিস্তর ভোগান্তিতে পড়া শ্রীলঙ্কা পাচ্ছিল না দিশা। ছয়ে নামা দাসুন শানাকা বিপদের মধ্যে হাল করে পেলেন ফিফটি। তবে রান তাড়ায় নেমে তা তুড়ি মেরেই উড়িয়ে দিলেন জস বাটলার।
বুধবার রাতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতে ইংল্যান্ড জিতল ৮ উইকেটে।
আগে ব্যাট করে ৭ উইকেটে মাত্র ১২৯ রান করেছিল লঙ্কানরা। ৪৪ বলে সর্বোচ্চ ৫০ করেন শানাকা। জবাবে ১৭ বল আগেই ঠিকানায় পৌঁছে যায় স্বাগতিকরা। দলকে জেতাতে ৫৫ বলে ৬৮ রান করেন কিপার ব্যাটসম্যান বাটলার।
সহজ রান তাড়ায় ঝড়ো শুরু আনেন জেসন রয়-বাটলার। লঙ্কান বোলাররা কোন জবাবই দিতে পারছিলেন না তাদের। ম্যাচ অনেক সহজ করে দিয়ে ২২ বলে ৩৬ করে রয় আউট হলে ৮০ রানে গিয়ে ভাঙ্গে জুটি।
তিনে নেমে দাবিদ মালান ৭ রান করে ফিরে ফেলেও জনি বেয়ারস্টোর সঙ্গে মিলে ঝটপট কাজ সেরেছেন বাটলার। ৫৫ বলের ইনিংসে ইংলিশ ওপেনার মেরেছেন ৮ চার, ১ ছক্কা।
এর আগে টস জিতে নিজেরা ব্যাটিং বেছে আবিস্কা ফার্নেন্দোকে দ্বিতীয় ওভারে হারায় শ্রীলঙ্কা। দানুশকা গুনাথিলেকা, কুশল পেরেরা রান পেলেও গতি ছিল কম। ১৬ বলে ১৯ করে ক্রিস জর্ডানের শিকার হন গুনাথিলেকা। লিভিংস্টোন, মার্ক উডদের তোপে কুসল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা ফেরেন দ্রুত। ২৬ বলে ৩০ করে অধিনায়ক পেরেরা আদিল রশিদের শিকার হলে ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে বসে লঙ্কানরা। ভানিন্দু হাসারাঙ্গাও রান না পাওয়াও একশোর আগেই পড়ে ৬ উইকেট।
বাকিটা সামলে দলকে মোটামুটি একটা পুঁজি এনে দিয়েছিলেন শানাকা। তবে তার ৩ চার, ২ ছক্কার ফিফটি শেষ পর্যন্ত থেকেছে বিফলে।
Comments