বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের রূপালি চত্বরে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত বসুরহাট পৌরসভায় এলাকায় ১৪৪ ধারা ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক মীর।
ইউএনও মো. জিয়াউল হক মীর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘১৪৪ ধারা চলার সময় বসুরহাট পৌরসভা এলাকায় ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল, গণজমায়েত, সভা, সমাবেশ, মিছিল, র্যালি, শোভাযাত্রা, যেকোনো ধরনের অনুষ্ঠান এবং রাজনৈতিক প্রচার নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে পৌর শহরে চার জনের বেশি মানুষ জমায়েত হতে পারবে না।’
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট বোন রোকেয়া বেগমের (৫৫) বাসায় হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে আজ দুপুর ৩টায় বসুরহাট বাজারের রূপালি চত্বরে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অনুসারীরা। অপরদিকে, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে কাদের মির্জার ব্যক্তিগত সহকারী ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন মাহমুদ তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই স্থানে একই সময়ে উপজেলা ছাত্রলীগের ব্যানারে পাল্টা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। এতে সংঘর্ষ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে আজ দুপুর পৌনে ১২টার দিকে ১৪৪ ধারা দেওয়ার বিষয়টি ঘোষণা দেয় উপজেলা প্রশাসন।
Comments