স্যানিটেশন কর্মীদের জীবনমান উন্নয়ন কি অসম্ভব?

স্যানিটেশন ও পরিচ্ছন্নতা কর্মীরা নিজেদের চরম ঝুঁকির মধ্যে রেখে আমাদের শহরকে পরিচ্ছন্ন রাখেন। যাদের কাজ ছাড়া একটা দিনও আমরা পরিষ্কার শহরের কথা কল্পনাও করতে পারি না, সেই স্যানিটেশন কর্মীদের জীবনমান, সুস্বাস্থ্য ও অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলার সময় হয় না কারও। কেন অন্য সবার মতো এই মানুষগুলোর সুস্থ স্বাভাবিক জীবন নিশ্চিত করা সম্ভব হচ্ছে না? এ দায়ভার কার?

স্যানিটেশন ও পরিচ্ছন্নতা কর্মীরা নিজেদের চরম ঝুঁকির মধ্যে রেখে আমাদের শহরকে পরিচ্ছন্ন রাখেন। যাদের কাজ ছাড়া একটা দিনও আমরা পরিষ্কার শহরের কথা কল্পনাও করতে পারি না, সেই স্যানিটেশন কর্মীদের জীবনমান, সুস্বাস্থ্য ও অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলার সময় হয় না কারও। কেন অন্য সবার মতো এই মানুষগুলোর সুস্থ স্বাভাবিক জীবন নিশ্চিত করা সম্ভব হচ্ছে না? এ দায়ভার কার?

স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে দ্য ডেইলি স্টার, ওয়াটার এইড বাংলাদেশ এবং সুইডেনের বাংলাদেশি দূতাবাস সম্মিলিতভাবে একটি ক্যাম্পেইন শুরু করেছে, যার নাম ‘The Untold Stories of Sanitation and Waste Workers’। এই ক্যাম্পেইনে মাস জুড়ে থাকছে বিভিন্ন আয়োজন। ক্যাম্পেইনের তৃতীয় পরিবেশনায় দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এবং ওয়াটার এইড’র কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান।

Comments

The Daily Star  | English
Income tax submission

Shahnaz Rahman among top taxpayers of FY 23

The Daily Star Editor Mahfuz Anam, Prothom Alo Editor Matiur Rahman also on the list

50m ago