ইভ্যালিসহ সব ই-কমার্সের পণ্য বুঝে পাওয়ার পর মূল্য পরিশোধ করবে গ্রাহক
এখন থেকে গ্রাহকের কাছে পণ্য সরবরাহের আগে টাকা নিতে পারবে না ইভ্যালিসহ অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠান।
আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে সিদ্ধান্ত হয় যে, ই-কমার্স থেকে কেনাকাটার ক্ষেত্রে এখন থেকে গ্রাহক পণ্য বুঝে পাওয়ার পরই বিক্রেতা মূল্য পাবেন। এসব লেনদেন নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গেটওয়ের মাধ্যমে এই অর্থ লেনদেন হবে।
পণ্য সরবরাহের পর টাকা নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইভ্যালি।
ইভ্যালির প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ রাসেল বলেন, ‘পণ্য সরবরাহের আগে অর্থ প্রদান করা যাবে না- এমন সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। যাদের ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড আছে তারা পেমেন্ট কন্ট্রোল করতে পারবেন।’
রাসেল আরও বলেন, ‘বাংলাদেশে এখন পর্যন্ত কোনও ই-কমার্স নীতিমালা নেই, এটির জন্য ইভ্যালি নিজেও দীর্ঘদিন ধরে পরামর্শ দিয়ে আসছে। আমরা বিশ্বাস করি যে, আজকের সিদ্ধান্তটি সেই নীতিমালা তৈরির প্রথম ধাপ। আমরা এও বিশ্বাস করি যে, এটি গ্রাহক, ব্যবসায়ী, মার্কেটপ্লেসসহ পুরো ব্যবস্থাকে উপকৃত করবে। নিয়ন্ত্রকদের যে কোনও সিদ্ধান্ত কেবল ইভ্যালি নয়, প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আমরা এর প্রশংসা করি।’
আজ বৃহস্পতিবার বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে ওই বৈঠকে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), জাতীয় রাজস্ব বোর্ড, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইকমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, এমএফএসসহ অন্যান্য ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Comments