যশোরে সড়ক দুর্ঘটনায় ২ আনসার সদস্য নিহত

যশোরের অভয়নগরে সড়ক দুর্ঘটনায় দুই আনসার সদস্য নিহত হয়েছেন। আজ বিকেলে যশোর-খুলনা মহাসড়কের পাশে চেঙ্গুটিয়া গ্রামের আলিপুরে এই দুর্ঘটনা ঘটে।
Jessore Map
স্টার অনলাইন গ্রাফিক্স

যশোরের অভয়নগরে সড়ক দুর্ঘটনায় দুই আনসার সদস্য নিহত হয়েছেন। আজ বিকেলে যশোর-খুলনা মহাসড়কের পাশে চেঙ্গুটিয়া গ্রামের আলিপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মো. শাহাদাৎ হোসেন (৩২) ও মো. নজরুল ইসলাম (৩৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দুই আনসার সদস্য মোটরসাইকেলে চড়ে খুলনায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় অন্যজনকে উপজেলা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ জানান, দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে। তবে ট্রাকটি পালিয়ে যায়।

নিহত দুজনের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতদের পরিবার, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের সমন্বয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Six killed in Cox’s Bazar landslides amid relentless rain

453mm of rain recorded in 24 hours as many areas of seaside town inundated

3h ago