আচমকা টেস্ট দলে ফিরলেন মাহমুদউল্লাহ

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াডে আচমকা যুক্ত করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। দেড় বছর ধরে টেস্ট স্কোয়াডের বাইরে থাকা এই অভিজ্ঞ ক্রিকেটার সর্বশেষ লাল বলের চুক্তিতেও ছিলেন না।
শনিবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ অলরাউন্ডার হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে যুক্ত হচ্ছেন। ৩৬ বছর বয়েসী মাহমুদউল্লাহ সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে।
করোনাভাইরাস মহামারির আগে রাওয়ালপিন্ডির সেই টেস্টের পরই দোয়ার বন্ধ হয়ে যায় তার। রাওয়ালপিন্ডির দুই ইনিংসে মাহমুদউল্লাহ করেছিলেন ২৫ ও ০ রান।
এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্ট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট, শ্রীলঙ্কা সফরের দুই টেস্টে দলে ছিলেন না তিনি।
এই সময়ে ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ পরিসরের ম্যাচ খেললেও তেমন পারফর্ম করতে পারেননি তিনি। বাদ পড়ার পর সর্বশেষ প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন গত বছর ফেব্রুয়ারিতে। বিসিএলে দক্ষিণাঞ্চলের হয়ে সেই ম্যাচে তিনি করেন ০ ও ১৭ রান।
জিম্বাবুয়ের বিপক্ষে ৭ জুলাই হারারেতে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। সেই টেস্টের জন্য আগেই ১৭ জনের স্কোয়াড দিয়েছিল বিসিবি। তার সঙ্গে মাহমুদউল্লাহও যুক্ত হলেন।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল , সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও মাহমুদউল্লাহ রিয়াদ।
Comments