সোমবার নয়, বৃহস্পতিবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামী সোমবার থেকে নয়, বৃহস্পতিবার ১ জুলাই থেকে সাত দিন সারাদেশে কঠোর লকডাউন আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
Lockdown.jpg
স্টার ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামী সোমবার থেকে নয়, বৃহস্পতিবার ১ জুলাই থেকে সাত দিন সারাদেশে কঠোর লকডাউন আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগামী ১ জুলাই থেকে সারাদেশে কঠোর লকডাউন কার্যকর থাকবে। যেহেতু জুন মাস শেষ হয়ে যাচ্ছে, সেহেতু সিদ্ধান্তটি ১ জুলাই থেকে কার্যকর হবে।’

এর আগে, গতকাল সরকারি এক তথ্য বিবরণীতে আগামী ২৮ জুন সোমবার থেকে সাত দিন সারাদেশে কঠোর লকডাউন আরোপের ঘোষণা দেওয়া হয়েছিল।

ওই তথ্য বিবরণীতে বলা হয়, লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। কেবল অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে।

লকডাউনের মধ্যে জরুরি কারণ ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। তবে, গণমাধ্যম এর আওতার বাইরে থাকবে।

এ বিষয়ে আরও বিস্তারিত প্রজ্ঞাপন আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছিল।

ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে এর আগের দিন সরকারকে দেশব্যাপী ১৪ দিনের জন্য ‘সম্পূর্ণ শাটডাউন’ করার পরামর্শ দেয় করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি (এনটিএসি)।

সারাদেশে লকডাউনের যৌক্তিকতা তুলে ধরে এনটিএসি সেসময় বলেছিল, ৫০টির বেশি জেলায় অতি উচ্চ সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। খণ্ড খণ্ডভাবে নেওয়া কর্মসূচির উপযোগিতা প্রশ্নবিদ্ধ হয়েছে।

পার্শ্ববর্তী দেশ ভারতের উদাহরণ টেনে করোনা সংক্রমণ ঠেকাতে সম্পূর্ণ শাটডাউন দেওয়ার সুপারিশ করে এনটিএসি।

আরও পড়ুন:

সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

১৪ দিন পূর্ণ শাটডাউনের সুপারিশ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির

Comments

The Daily Star  | English

In 5 years, Bogura MP’s income shoots up 724 times

After being an MP for 5 years, his annual income has shot up to Tk 36 lakh, shows the affidavit he has submitted to the EC

29m ago