জম্মু বিমানবন্দরে ‘ড্রোন হামলা’, পর পর ২টি বিস্ফোরণ

ভারতের জম্মু বিমানবন্দরে ‘ড্রোন হামলায়’ পর পর দুই বার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
Jammu Airport
ছবি: হিন্দুস্তান টাইমস থেকে নেওয়া

ভারতের জম্মু বিমানবন্দরে ‘ড্রোন হামলায়’ পর পর দুই বার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ রোববার ভোররাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ভারতীয় বিমান বাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিস্ফোরণে বিমানবন্দরের একটি ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, দুটি ‘কম শক্তিশালী’ বিস্ফোরণের প্রথমটি ঘটে আজ ভোররাত ১টা ৪০ মিনিটে। এর কিছুক্ষণ পর দ্বিতীয় বিস্ফোরণ ঘটে।

ভারতীয় বিমানবাহিনীর টুইটার বার্তায় বলা হয়েছে, ‘রোববার ভোররাতে জম্মু এয়ার ফোর্স স্টেশনের টেকনিক্যাল এরিয়ায় দুটি কম ক্ষমতা সম্পন্ন বিস্ফোরণের সংবাদ জানা গেছে। একটি বিস্ফোরণে একটি ভবনের ছাদ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরটি খোলা জায়গায় বিস্ফোরিত হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘বিস্ফোরণে যন্ত্রপাতির কোনো ক্ষতি হয়নি। বেসামরিক প্রশাসনের সঙ্গে ঘটনাটির তদন্ত করা হচ্ছে।’

সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, এই হামলায় দুটি ড্রোন ব্যবহার করা হয়েছে। এতে দুই জন সামান্য আঘাত পেয়েছেন এবং কোনো এয়ার ক্রাফট ক্ষতিগ্রস্ত হয়নি।

Comments

The Daily Star  | English

Former lawmakers Azaduzzaman Noor, Mahbub Ali arrested

Former minister for cultural affairs Asaduzzaman Noor and former state minister for Civil Aviation and Tourism M Mahbub Ali were arrested from different locations of the city last night..A team of Detective Branch (DB) arrested Asaduzzaman Noor at 11:00pm from Nawratan colony on Bailey Roa

2h ago