করোনাভাইরাস

চাঁপাইনবাবগঞ্জে কমেছে শনাক্তের হার, ২৪ ঘণ্টায় ৯.৭৪ শতাংশ

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় দু’জন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা হলো ১০৪ জন। একই সময়ে আরও ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৯.৭৪ শতাংশ।
Coronavirus.jpg
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় দু’জন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা হলো ১০৪ জন। একই সময়ে আরও ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৯.৭৪ শতাংশ।

আজ রোববার চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন। এ নিয়ে জেলায় মোট মারা গেছেন ১০৪ জন। গত ২৪ ঘণ্টায় ৫৯৫ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯.৭৪ শতাংশ। এর আগের দিন ৩০৩ জনের জনের নমুনা পরীক্ষায়  ৪০ জনের করোনা শনাক্ত হয়েছিল এবং শনাক্তের হার ছিল ১৩.২০ শতাংশ।

তিনি আরও জানান, জেলা হাসপাতালে ৭২ শয্যার বিপরীতে ৭৩ জন রোগী ভর্তি আছেন। বর্তমানে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৯৭৮ জন।

গত বছরর ১ মার্চ থেকে এ বছরের ২৬ জুন পর্যন্ত জেলায় ২২ হাজার ৪৫৯ জনের নমুনা পরীক্ষায় তিন হাজার ৯৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৮৮৩ জন।

চলতি বছরের জুনের প্রথম সপ্তাহে এক হাজার ১৩৩ জনের নমুনা পরীক্ষায় ৬৪৫ জনের করোনা শনাক্ত হয়। তখন শনাক্তের হার ছিল ৫৬.৯২ শতাংশ। জুনের দ্বিতীয় সপ্তাহে ৮৫৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১৯০ জন। শনাক্তের হার ছিল ২২.২৪ ভাগ। এ মাসের তৃতীয় সপ্তাহে ৭৯৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ২৩০ জন জনের শনাক্তের হার ছিল ২৮.৭৮ শতাংশ।

সিভিল সার্জন জানান, জেলায় সংক্রমণের হার ধীরে ধীরে কমছে। তবে, এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আরও সময় লাগবে।

জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা আছে। এ ছাড়া, ১৯১টি অক্সিজেন সিলিন্ডার আছে। তবে, হাসপাতালে আইসিইউ নেই।

উল্লেখ্য, জেলায় ঈদের পর হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৫ মে থেকে দুই দফায় ১৪ দিনের কঠোর লকডাউন এরপর ৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত কয়েক দফায় কঠোর বিধিনিষেধ আরোপ করে জেলা প্রশাসন।

Comments

The Daily Star  | English

Khagrachhari violence: 3 dead, 4 sent to CMCH 'with bullet wounds'

Three indigenous people died of their injuries at a hospital in Khagrachhari yesterday and early today, hours after arson attacks and violence in the district

2h ago