খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে দলীয় উদ্যোগ ‘সচল’ আছে: ফখরুল

mirza fakhrul islam alamgir
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে দলীয় উদ্যোগ ‘সচল’ আছে।

আজ রোববার বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি জানান।

হৃদযন্ত্র, ফুসফুস ও কিডনির জটিলতায় অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে বিদেশে পাঠাতে সরকারি অনুমতির বিষয়ে দলের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘এই বিষয়টা (দলের উদ্যোগ) অন আছে। এ বিষয়ে অগ্রগতি হলে আমরা অবশ্যই আপনাদের জানাব।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সি ইজ ফিলিং বেটার।’

তিনি বলেন, ‘প্রতিদিন ওনার (খালেদা জিয়া) চেকআপ হয়। টিম অব ডক্টরস ডা. এএফএম সিদ্দিকী ও এজেডএম জাহিদ হোসেন সাহেব চেকআপ করেন। পুরো টিম এখন সপ্তাহে একদিন করে তাকে দেখবেন।’

গত ২০ জুন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভায় বিএনপি চেয়ারপারসনকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান জানানো হয়। গতকালও স্থায়ী কমিটির বৈঠকে চেয়ারপারসনের শারীরিক অবস্থা তুলে ধরে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

গত ১৯ জুন বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ৫৩ দিন চিকিৎসার পর খালেদা জিয়া তার গুলশানের বাসায় ফেরেন। এভারকেয়ার হাসপাতালে করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় তাকে বাসায় নেওয়া হয়েছে।

এর আগে, গত ১৪ এপ্রিল গুলশানের বাসায় করোনায় আক্রান্ত হন বিএনপির চেয়ারপারসন। সেখানেই তিনি চিকিৎসা নেন। পরে পোস্ট কোভিড জটিলতা নিয়ে গত ২৭ এপ্রিল তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রথমে কিছু দিন কেবিনে চিকিৎসাধীন থাকলেও ফুসফুসের জটিলতার কারণে তাকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) নেওয়া হয়। সেখানে তিনি একমাস ছিলেন।

আরও পড়ুন:

বাসায় ফিরলেন খালেদা জিয়া

হাসপাতাল থেকে আজ বাসায় ফিরছেন খালেদা জিয়া

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, তবে সুস্থ হয়ে উঠেননি: ডা. এ এফ এম সিদ্দিকী

ফুসফুস-কিডনি জটিলতায় বারবার জ্বরে আক্রান্ত হচ্ছেন খালেদা জিয়া: ফখরুল

স্বাস্থ্যঝুঁকিতে খালেদা জিয়া: ফখরুল

এখনো ঝুঁকিমুক্ত নন খালেদা জিয়া: ফখরুল

‘ফাঁসির আসামিকে বিদেশে যেতে দিয়েছে সরকার, খালেদা জিয়ার ক্ষেত্রে তাদের মানবিকতা কাজ করেনি’

সাজাপ্রাপ্তদের বিদেশে চিকিৎসার নজির আছে, সরকারের যুক্তি গ্রহণযোগ্য নয়: ফখরুল

আইন অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার বিদেশ যাত্রায় দীর্ঘ সময়ের ফ্লাইটও অন্তরায়

স্বরাষ্ট্রমন্ত্রীকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানিয়েছেন মির্জা ফখরুল

বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে আইনমন্ত্রীর মতামত রোববার 

উন্নত চিকিৎসার জন্যে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন পরিবারের

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

Comments

The Daily Star  | English
bad loans rise in Bangladesh 2025

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

11h ago