করোনাভাইরাস

যশোরে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, শনাক্ত ৪৮.৯১ শতাংশ

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার জন। একই সময়ে আরও ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৪৮.৯১ শতাংশ।
প্রতীকী ছবি

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার জন। একই সময়ে আরও ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৪৮.৯১ শতাংশ।

আজ রবিবার সকালে যশোর সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় যবিপ্রবিতে ২৭৬ জনের নমুনা পরীক্ষায় ১৩৫ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে জিনোম সেন্টারে ৫৬ জনের, ৭৮ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ৭৮ জন এবং একজনের জিন অ্যাক্সপার্ট পরীক্ষায় করোনা শনাক্ত হয়। শনাক্তের হার প্রায় ৪৯ শতাংশ।

করোনায় মৃত্যু ও আক্রান্তের হার কমেছে বলেও জানানা অতিরিক্ত জেলা প্রশাসক।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের ১০৭ জন যশোর সদরের, কেশবপুরে চার জন, ঝিকরগাছার ছয় জন, মনিরামপুরের পাঁচ জন, বাঘারপাড়ার সাত জন ও শার্শার ছয় জন আছেন।

Comments