আমরা ভবনটিতে গ্যাসের উপস্থিতি পেয়েছি: ফায়ার সার্ভিস ডিজি
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেছেন, প্রাথমিকভাবে আমরা সন্দেহ করছি যে, গ্যাস বা গ্যাস জাতীয় কোনো জিনিস থেকে মগবাজারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
‘যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করে আমরা ভবনটিতে গ্যাসের উপস্থিতি পেয়েছি’, ঘটনাস্থল থেকে সাংবাদিকদের বলেন ডিজি।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের পরিচালককে (অপারেশন) প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মো. সাজ্জাদ হোসাইন বলেন, ‘তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আমরা এ ঘটনার বিষয়টি স্পষ্ট করতে পারব।’
অবৈধ গ্যাস সংযোগ সম্পর্কে জানতে চাইলে ডিজি বলেন, ‘ভবনের নিচতলায় একটি রেস্তোরাঁ আছে এবং এতে গ্যাস সংযোগ রয়েছে। তদন্ত শেষে এই গ্যাস সংযোগের বৈধতা সম্পর্কে জানানো যাবে।’
ভবনটির সামনের রাস্তায় নির্মাণকাজ চলছিল এবং সেখানে গ্যাস লাইন আছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা এই গ্যাস লাইন ও নির্মাণকাজের কারণে সেখান থেকে গ্যাস বের হয়েছে কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখব।’
ঘটনাস্থলে তিতাস গ্যাস কোম্পানির একটি টিম আছে জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এর এক কর্মকর্তা বলেন, ‘ভবনটিতে কোনো অবৈধ গ্যাস সংযোগ ছিল কিনা, আমরা তা খতিয়ে দেখছি। পরিদর্শন শেষে আমরা তা জানাতে পারব।’
আজ রোববার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে মগবাজারের অয়্যারলেস এলাকার ওই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত সাত জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘এ ঘটনায় আমরা এখন পর্যন্ত কোনো নাশকতার প্রমাণ পাইনি। জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়ে থাকতে পারে।’
আরও পড়ুন:
Comments