মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৬ শতাংশ
সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে প্রতিদিনই করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টা এ জেলায় ১০২টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬ শতাংশ।
আজ সোমবার সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত মোট ২৯২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮ জন। মোট সুস্থ হয়েছেন ২৬০৭ জন।
এ ছাড়াও, জেলায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়াল।
এদিকে স্বাস্থ্যবিধি না মানায় জেলায় ১১০ জনকে ৪৬,৪৫০ টাকা অর্থদণ্ড করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালত।
Comments