মগবাজারে বিস্ফোরণের ঘটনা তদন্তে পুলিশের ৭ সদস্যের কমিটি

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনা তদন্তে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।
ছবি: আনিসুর রহমান/ স্টার

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনা তদন্তে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।

আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ আয়ুব স্বাক্ষরিত এক পরিপত্রে বিষয়টি জানানো হয়েছে।

এই কমিটির প্রধান করা হয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান ডিআইজি আসাদুজ্জামান। কমিটির অন্য সদস্যরা হলেন- ডিএমপির বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের প্রধান অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) রহমত উল্লাহ চৌধুরী, সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার, সিটি-এসবির (পূর্ব) বিশেষ পুলিশ সুপার, অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার, এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়নের সহঅধিনায়ক ও বিস্ফোরক অধিদপ্তরের উপপ্রধান বিস্ফোরক পরিদর্শককে।

তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে, আজ সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছিলেন, রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনার তদন্তে বোম ডিসপোজাল ইউনিটসহ পুলিশের পক্ষ থেকেও তদন্ত কমিটি করা হবে।

আরও পড়ুন:

মগবাজার বিস্ফোরণ তদন্তে আরেকটি কমিটি করবে পুলিশ: আইজিপি

আমরা ভবনটিতে গ্যাসের উপস্থিতি পেয়েছি: ফায়ার সার্ভিস ডিজি

মগবাজারে বিস্ফোরণে ৭ জন নিহত

মগবাজারের ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে: ফায়ার সার্ভিস

Comments

The Daily Star  | English

Don’t stop till the dream comes true

Chief Adviser Prof Muhammad Yunus yesterday urged key organisers of the student-led mass uprising to continue their efforts to make students’ and the people’s dream of a new Bangladesh come true.

2h ago