রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ২৫

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে করোনায় মারা গেছেন নয় জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১৬ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা ৬৩৪টি নমুনা পরীক্ষায় ২০৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ৩২.৬ শতাংশ।
আজ মঙ্গলবার সকালে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
করোনায় মারা যাওয়া নয় জনের মধ্যে রাজশাহীর বাসিন্দা তিন জন, চাঁপাইনবাবগঞ্জের তিন জন, নাটোরের দুই জন ও চুয়াডাঙ্গার একজন।
করোনার উপসর্গ নিয়ে মৃত ১৬ জনের মধ্যে রাজশাহীর বাসিন্দা নয় জন, চাঁপাইনবাবগঞ্জের দুই জন, নাটোরের তিন জন ও নওগাঁর দুই জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, ‘হাসপাতালের ১৪ নং করোনা ওয়ার্ডে ১২ জন মারা গেছেন। এই ওয়ার্ডটি নতুন খোলা হয়েছে। অন্যান্য ওয়ার্ডে যাদের অবস্থা গুরুতর ছিল তাদেরকে এই ওয়ার্ডে আনা হয় এবং অন্য ওয়ার্ড থেকে স্থানান্তর করে নিয়ে আসারাই বেশি মারা গেছেন।’
রাজশাহীর পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা মারা গেছেন তাদের অক্সিজেন লেভেল অনেক খারাপ ছিল।’
Comments