শ্রীলংকা ও সুদানকে সহায়তা করায় বিদেশে বাংলাদেশের সম্মান বেড়েছে: প্রধানমন্ত্রী
শ্রীলংকা ও সুদানকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে সহায়তার ফলে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ও দেশের মানুষের সম্মান বৃদ্ধি পেয়েছে বলে আজ সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন।
সংসদে বাজেটের উপর সমাপনী বক্তব্যে তিনি বলেন, ‘এর ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে সক্ষম সেটা প্রমাণ হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘কারেন্সি সোয়াপের মাধ্যমে শ্রীলংকাকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দিচ্ছি। শ্রীলংকা আমাদের কাছে এই ঋণ চেয়েছিল। এর ফলে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ যে সবসময় আন্তরিক সেটাই প্রমাণ হয়। অন্যদিকে সুদান ও সোমালিয়ার ঋণও মওকুফ করে দিয়েছি। এসব বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা প্রমাণ করে।’
আরও পড়ুন:
জুলাই থেকে ব্যাপকভাবে ভ্যাকসিন দেওয়া শুরু হবে: প্রধানমন্ত্রী
Comments