ধর্ষণ-হত্যাচেষ্টার মামলায় নাসির ও অমির জামিন

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে অভিনেত্রী পরীমনির করা মামলায় জামিন পেয়েছেন উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদ ও তার সহযোগী তুহিন সিদ্দিকী অমি।
জামিন আবেদনের শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমীদা পাঁচ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।
তবে এই মামলায় জামিন পেলেও রাজধানীর বিমানবন্দর থানায় মাদক আইনে করা অন্য একটি মামলায় গ্রেপ্তার থাকায় তারা এখনই কারামুক্ত হতে পারছেন না।
গত ১৪ জুন অভিনেত্রী পরীমনি ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় মামলা করেন। মামলায় রিয়েল এস্টেট ব্যবসায়ী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির ইউ মাহমুদ, অমিসহ অজ্ঞাতনামা আরও চার জনকে আসামি করা হয়েছে।
পরে উত্তরা ১ নম্বরের একটি বাসায় অভিযান চালিয়ে নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
Comments