লম্বা ভ্রমণ শেষে হারারেতে বাংলাদেশ দল

লম্বা বিমান ভ্রমণে, পথে দুই দফা ট্রানজিট পেরিয়ে জিম্বাবুয়ের হারারেতে পৌঁছেছে বাংলাদেশ টেস্ট দল। টানা ভ্রমণের ক্লান্তিতে একদিনের বিশ্রামের পর অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা এবং বাংলাদেশ সময় বুধবার ভোরে হারেতে পৌঁছান মুমিনুল হকরা। মঙ্গলবার ভোরে কাতার এয়ারওয়েজে প্রথমে দোহা যায় বাংলাদেশ। দোহা থেকে দলের সঙ্গে যোগ দেন নতুন নিয়োগ পাওয়া স্পিন বোলিং কোচ রঙ্গণা হেরাথ।
দক্ষিণ আফ্রিকার জোহেন্সবার্গে গিয়ে আরেক দফা হয় যাত্রা বিরতি। সেখানে দলের সঙ্গে যুক্ত হন নতুন নিয়োগ ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স।
হেরাথের সঙ্গে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাংলাদেশের। প্রিন্স আপাতত জিম্বাবুয়ে সফরেই কাজ করবেন।
হারারে পৌঁছানোর পরই বাংলাদেশ দলের সবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে।
প্রথমে ১৭ জনের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। পরে সেখানে যুক্ত করা হয় মাহমুদউল্লাহ রিয়াদকেও। তবে বাংলাদেশ থেকে যাত্রা করেন ১৬ ক্রিকেটার। সাকিব আল হাসান আজ যুক্তরাষ্ট্র থেকে এসে দলের সঙ্গে যুক্ত হবেন। আর ভিসা জটিলতায় ওপেনার সাদমান ইসলামও জিম্বাবুয়ে যাচ্ছেন একদিন পর।
জিম্বাবুয়েতে করোনার সময়েও কোন কোয়ারেন্টিন নিয়ম না থাকায় বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করার কথা বাংলাদেশ দলের। ৭ জুলাই একমাত্র টেস্টের আগে শনি-রবিবার দুদিনে প্রস্তুতি ম্যাচ খেলার কথা মুমিনুলদের।
টেস্টের পর ১৬ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর ২৩ জুলাই থেকে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ওয়ানডে স্কোয়াডের বাকি সদস্যরা ৯ জুলাই দলের সঙ্গে যোগ দেবেন। কেবল টি-টোয়েন্টি সিরিজে যারা আছেন তারা যাবেন ১৬ জুলাই।
জিম্বাবুয়ে সফরের দল টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরি, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি ও শরিফুল ইসলাম।
Comments