টেস্ট র‍্যাঙ্কিংয়ে ফের এক নম্বরে উইলিয়ামসন

Kane Williamson
ছবি: আইসিসি

স্টিভেন স্মিথের কাছে নিজের শীর্ষ স্থান হারানোর দুই সপ্তাহও সময় লাগল না। ফের নিজের জায়গা ফেরত পেয়েছেন কেইন উইলিয়ামস। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরিস্থিতি বিচারে গুরুত্বপূর্ণ দুই ইনিংস খেলা নিউজিল্যান্ড অধিনায়কই টেস্টের সেরা ব্যাটসম্যান।

বুধবার আইসিসি র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে তাতে ৯০১ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে উইলিয়ামসন। ৮৯১ রেটিং পয়েন্ট নিয়ে দুই আছেন স্মিথ।

পরের তিনটি স্থানে আছেন অস্ট্রেলিয়ার মারনাশ লাবুশেন, ভারত অধিনায়ক বিরাট কোহলি ও ইংল্যান্ড টেস্ট কাপ্তান জো রুট।

সাউদাম্পটনে ভারতের বিপক্ষে ফাইনালে প্রথম ইনিংসে কঠিন পরিস্থিতিতে ৪৯ রান আসে উইলিয়ামসনের ব্যাট থেকে। পরের ইনিংসে ৫২ রানে অপরাজিত থেকে দলকে ম্যাচ জেতান। উইলিয়ামসনের সঙ্গে ম্যাচ জেতানো ৯৬ রানের জুটিতে ৪৭ করা রস টেইলর তিন ধাপ এগিয়ে উঠেছেন ১৪ নম্বরে।

মাত্র তৃতীয় টেস্ট খেলা কনওয়ে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে করেছিলেন ফিফটি। তাতেই ১৮ ধাপ লাফ দিয়ে তিনি এখন ৪২ নম্বরে।

নিউজিল্যান্ডের গতি তারকা এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ম্যাচ সেরা কাইল জেমিসন টেস্ট র‍্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে এখন ১৩ নম্বরে আছেন। ফাইনালে প্রথম ইনিংসে তিনি নিয়েছিলেন ৩১ রানে ৫ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৩০ রানে নেন ২ উইকেট। দুই ইনিংসেই তিনি ফিরিয়েছিলেন কোহলিকে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ের সেরা পাঁচে কোন অদল-বদল হয়নি। আছেন প্যাট কামিন্স, রবিচন্দ্রন অশ্বিন, টিম সাউদি, জশ হেইজেলউড ও নিল ওয়্যাগনার।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেও জায়গা ধরে রাখতে পারেননি রবীন্দ্র জাদেজা। তাকে দুইয়ে নামিয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।

Comments

The Daily Star  | English

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

30m ago