কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ৮৮৫টি নমুনা পরীক্ষায় ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৯৯ শতাংশ। একই সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিন জন।
গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনা ঘটে।
এর আগের ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩। একই সময়ে ৬০৯টি নমুনা পরীক্ষায় ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৬৯ শতাংশ। এই সময়ের মধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা যান আরও ছয় জন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার এ তথ্য জানান।
তিনি বলেন, আজ মারা যাওয়া ১৪ জনই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
তিনি জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ২৫৯ জন। গতকাল ছিলেন ২৬৫ জন।
আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে রয়েছেন দুই হাজার ৪৩৯ জন। গতকাল ছিলেন দুই হাজার ২২৮ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন আট হাজার ৭৬৬ জন এবং মারা গেছেন ২৪৫ জন।
Comments