করোনাভাইরাস

ফেনীতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৪.৮৭ শতাংশ

ফেনীতে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ১৯৫ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৪.৮৭ শতাংশ। একই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

ফেনীতে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ১৯৫ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৪.৮৭ শতাংশ। একই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় ২১৯ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছিল, শনাক্তের হার ছিল ৪৪.৭৪ শতাংশ।

আজ সোমবার নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাব ও ফেনীর যক্ষ্মা নিয়ন্ত্রণ কেন্দ্রের জিন এক্সপার্ট যন্ত্রে নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

ফেনীতে এ পর্যন্ত ২৫ হাজার ২১৭ জনের নমুনা পরীক্ষায় চার হাজার ৭৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় মোট শনাক্তের হার ১৮.৯৭ শতাংশ। এরমধ্যে তিন হাজার ৯২৩ জন সুস্থ হয়েছেন এবং সুস্থতার হার ৮১.৯৮ শতাংশ। জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৭৭ জন এবং মৃত্যু হার ১.৬১ শতাংশ।

ফেনীর সিভিল সার্জন রফিক উস সালেহীন জানান, করোনা আক্রান্ত হয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬০ জন। এরমধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ৩৭ জন, দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত জন, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জন, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও শহরের একটি বেসরকারি হাসপাতালে একজন চিকিৎসাধীন

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago