খুলনা বিভাগে আজ আরও ৪৬ জনের মৃত্যু
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (স্বাস্থ্য) ডা. রাশেদা সুলতানা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে যশোরের ১০ জন, ঝিনাইদহের চার জন, খুলনার ১০ জন, কুষ্টিয়ার ১৮ জন এবং দুই জন করে চার জন মেহেরপুর ও নড়াইলের বাসিন্দা। একই সময়ে ৭৭২ জনের করোনা শনাক্ত হয়েছে।’
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট মারা গেছেন এক হাজার ৫৩৩ জন।
Comments