বরিশালে টিকাদান কর্মসূচি শুরু
বরিশালে গণ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বরিশালের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এ কর্মসূচির উদ্বোধন করেন।
সকালে সরেজমিনে টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে আগ্রহীদের ব্যাপক ভিড় দেখা যায়। তবে, টিকা নিতে আসলেও, অনেকেই নিবন্ধন জটিলতার কারণে টিকা নিতে পারেননি। অনেকেই অনলাইনে নিবন্ধন করতে সমস্যায় পড়েছিলেন বলে জানিয়েছেন।
বিসিসি কর্তৃপক্ষ জানায়, বরাদ্দ করা মডার্নার ১৩ হাজার ২০০ ডোজ দিয়ে নগরীর ছয়টি টিকাদান কেন্দ্রে এই কর্মসূচি শুরু হয়েছে। এ ছাড়া, আরও ১৫ হাজার সিনোফার্মের টিকা ১০ উপজেলায় পাঠানো হয়েছে।
বরিশাল জেলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সুপারভাইজার মো. এনায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এখন পর্যন্ত সিটি করপোরেশনসহ বরিশাল জেলার জন্য চীনের সিনোফার্মের ৫৪ হাজার ১৫১ ডোজ ও মডার্নার ১৩ হাজার ২০০ ডোজ টিকা পাওয়া গেছে।
বিসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়সাল জানান, বর্তমানে বরিশাল সিটির ২০ হাজারেরও বেশি লোক টিকা নিতে নিবন্ধন করেছেন। পরবর্তীতে টিকার আরও বরাদ্দ এলে পর্যায়ক্রমে সিটির সব ওয়ার্ডে গণ টিকাদান শুরু হবে।
Comments