৫০ শতাংশ আসন খালি রেখে ট্রেন চলাচল শুরু
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে চলমান কঠোর লকডাউন আজ বৃহস্পতিবার ভোররাত থেকে শিথিলের পরিপ্রেক্ষিতে সকাল থেকে ৫০ শতাংশ আসন খালি রেখে ট্রেন চলাচল শুরু হয়েছে।
আগের ঘোষণা অনুযায়ী বাংলাদেশ রেলওয়ে স্বাস্থ্যবিধি মেনে ৩৮টি আন্তঃনগর ও ১৯টি কমিউটার ও লোকাল ট্রেন পরিচালনা করবে।
আজ সকাল সাড়ে ১০টার দিকে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেছেন। সেসময় তিনি কিশোরগঞ্জ এক্সপ্রেসের কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেন।
সেসময় রেলসচিব সেলিম রেজা, রেল কর্মকর্তা ও নিরাপত্তা রক্ষীসহ ৮০ থেকে ১০০ জন মন্ত্রীর সঙ্গে ছিলেন।
পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যবিধি মেনে তারা ট্রেন পরিচালনা করছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লোকাল ট্রেনে নিয়ম ভাঙার কিছু ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
‘সেরকম কিছু ঘটলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’ বলে জানিয়েছেন তিনি।
কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সরওয়ার দ্য ডেইলি স্টারকে বলেছেন, এখন পর্যন্ত অন্তত ছয়টি ট্রেন ঢাকা ছেড়ে গেছে।
Comments