বন্যপ্রাণী

কর্ণফুলীতে প্রপেলারের আঘাতে মারা গেছে ডলফিন

চট্টগ্রামে কর্ণফুলী নদী সংলগ্ন খালে ইঞ্জিনচালিত নৌকার প্রপেলার আঘাতে একটি ডলফিনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বোয়ালখালী উপজেলার পূর্ব গুমদন্ডি এলাকায় স্থানীয়রা ডলফিনটিকে মৃত অবস্থায় দেখতে পায়।
বৃহস্পতিবার দুপুরে বোয়ালখালী উপজেলার পূর্ব ঘুদন্দি এলাকায় স্থানীয়রা ডলফিনটিকে মৃত অবস্থায় দেখতে পায়। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কর্ণফুলী নদী সংলগ্ন খালে ইঞ্জিনচালিত নৌকার প্রপেলার আঘাতে একটি ডলফিনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বোয়ালখালী উপজেলার পূর্ব গুমদন্ডি এলাকায় স্থানীয়রা ডলফিনটিকে মৃত অবস্থায় দেখতে পায়।

প্রপেলারের আঘাতে ডলফিন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রাণিবিদ ও হালদা গবেষক অধ্যাপক মনজুরুল কিবরিয়া দ্য ডেইলি স্টারকে জানান, মৃত ডলফিনটি পুরুষ এবং ওজন প্রায় ১০০ কেজি। কর্ণফুলী নদীতে ইঞ্জিন চালিত নৌকার প্রপেলারের আঘাতে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রায় ২৪ ঘণ্টা আগে ডলফিনটি পিঠে আঘাত পেয়েছিল বলে জানান তিনি।

তিনি জানান, এটিকে কর্ণফুলী নদীর তীরে সমাহিত করা হয়েছে।

সূত্র জানায়, প্রপেলারের আঘাতে ডলফিনের মৃত্যু হালদা নদীর একটি সাধারণ ঘটনা। ২০১৭ সাল থেকে এ বছরের জুলাই পর্যন্ত সেখানে অন্তত ২৯টি ডলফিন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

Comments