সাভার-ধামরাইয়ে ২০টি পশুর হাটের অনুমোদন

ধামরাইয়ের একটি কোরবানির পশুর হাট। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাভার ও ধামরাই উপজেলায় মোট ২০টি স্থানে অস্থায়ীভাবে বসবে কোরবানির পশুর হাট। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ এসব পশুর হাটের অনুমোদন দিয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সাভার ও ধামরাই উপজেলার দুই নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম ও হোসাইন মোহাম্মদ হাই জকী হাট অনুমোদনের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাভারের ছয় ইউনিয়নে মোট ১২টি পশুর হাটের অনুমোদন দিয়েছে সাভার উপজেলা প্রশাসন। হাটগুলোর জন্য স্থান নির্ধারণ করা হয়েছে তেঁতুলঝোড়া ইউনিয়নে ঋষিপাড়া এলাকা, ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর বটতলা এলাকা, পাথালিয়া ইউনিয়নের কুরগাও বটতলা মাঠ, আশুলিয়া ইউনিয়নে কুটুরিয়া আদর্শ সংঘ মাঠ এলাকা ও সোনার বাংলা ফ্যাক্টরি সংলগ্ন মাঠ, শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ, পারাগ্রাম জামে মসজিদ মাঠ ও বিকেএসপির প্রাচীর সংলগ্ন এলাকা, ধামসোনা ইউনিয়নের ডেন্ডাবর আকবর হাজির টেকের মাঠ, ফারুকনগর ইসমাইল বেপারী উচ্চ বিদ্যালয় মাঠ, ঘোরাপীর মাজার মাঠ ও বাঘবাড়ি বাজারের পাশে বসুন্ধরা মাঠ।

এছাড়া, সাভার পৌর এলাকায় রেডিও কলোনি স্কুল মাঠে কোরবানির হাট বসার অনুমোদন দিয়েছে সাভার পৌর কর্তৃপক্ষ।

অপরদিকে, ধামরাইয়ের কালামপুর, বাথুলি, বারবাড়িয়া, শরিফবাগ, কুল্লা ইউনিয়ন ও পৌরসভার ঢুলিভিটা এলাকায় মোট সাতটি অস্থায়ী পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে।

হাট ইজারাদাররা বলছেন, স্বাস্থ্য সুরক্ষাসহ নানা সুবিধাসহ তারা এবারের হাট পরিচালনা করবেন।

আশুলিয়ার নরসিংহপুর বটতলা এলাকার পশুর হাটের ইজারাদার মো. নূরুল আমিন সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনা করা হবে। ক্রেতা ও বিক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। যেমন-হাটে প্রবেশ মুখে বিদ্যুৎ চালিত অটোমেটিক স্প্রে মেশিন বসানো হয়েছে। হাটে প্রবেশের সময় থার্মোস্ক্যানার মেশিনের মাধ্যমে ক্রেতা বিক্রেতাসহ সবার শরীরের তাপমাত্রা নির্ণয় করা হচ্ছে। হাটে অবস্থান কালে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। হাটে সাবান দিয়ে হাত ধোয়ার সুব্যবস্থা ও হাটজুড়ে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া, মাইকিং করে স্বাস্থ্যবিধি মানতে সবাইকে সচেতন করা হচ্ছে।’

ধামরাইয়ের ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এবারে ধামরাইয়ে সাতটি পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে হাটগুলো যেন স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে পরিচালনা করা হয় সে বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া হাটের সব ইজাদারদের সঙ্গে মিটিং করে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সাভারের ইউএনও মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলা প্রশাসন থেকে সাভারে মোট ১২টি পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Not going anywhere till the job is done: Adviser Wahiduddin Mahmud

When asked about the chief adviser's resignation the adviser said, 'But he did not say he was leaving'

1h ago