খুলনায় ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু

khulna_corona_16july21.jpg
আইসিইউ বেড খালি না থাকায় করোনায় আক্রান্ত দাউদ (৭০) নামে এক ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার যশোর সদর হাসপাতাল থেকে খুলনার ডেডিকেটেড করোনা হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। ছবি: হাবিবুর রহমান/স্টার

খুলনার চারটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে সাত জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিন জন, খুলনা জেনারেল হাসপাতালে দুই জন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজন মারা গেছেন।

আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

খুমেক হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার দ্য ডেইলি স্টারকে বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চার জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকি তিন জন উপসর্গ নিয়ে মারা গেছেন। হাসপাতালে করোনা ইউনিটে সকাল ৮টা পর্যন্ত ২০১ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে রেড জোনে ১৩৪ জন, ইয়ালো জোনে ২৭ জন, এইচডিইউতে ২০ জন ও আইসিইউতে ২০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিন মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ১০৮ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে সাত জন এবং এইচডিইউতে ১১ জন চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৮ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, এখানে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬০ জন। এ ছাড়া, ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে আট জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ ডেইলি স্টারকে জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৫ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে ১০ জন চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় হাসপাতালে পাঁচ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার জন।

Comments

The Daily Star  | English

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

16m ago