মৌলভীবাজারে ২১ রোহিঙ্গা আটক 

মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কের বাস স্ট্যান্ড এলাকা থেকে নারী ও শিশুসহ ২১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে মৌলভীবাজার মডেল থানা পুলিশ তাদের আটক করে।
মৌলভীবাজার শহরে আটককৃত ২১ রোহিঙ্গা। ছবি: সংগৃহীত

মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কের বাস স্ট্যান্ড এলাকা থেকে নারী ও শিশুসহ ২১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে মৌলভীবাজার মডেল থানা পুলিশ তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক দ্য ডেইলি স্টারকে জানান, কুলাউড়া সীমান্ত দিয়ে তারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল সড়কের বাস স্ট্যান্ড এলাকায় ওই ২১ জন রোহিঙ্গার ঘোরাফেরা ও কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

ওসি জানান, আটক রোহিঙ্গাদের মধ্যে সাত জন শিশু, আট জন নারী ও ছয় জন পুরুষ। তারা ২০১৮ সালে মিয়ানমার থেকে ভারতে প্রবেশ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

জানতে চাইলে মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্য থেকে এ দলটি সীমান্ত অতিক্রম করে কুলাউড়া উপজেলা শহরে রাতের দিকে এসে অবস্থান নেয়। পরে, গাড়িতে করে তারা মৌলভীবাজার বাস স্ট্যান্ড এলাকায় আসে। তাদের উদ্দেশ্য ছিল মৌলভীবাজার থেকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া।’

আটক রোহিঙ্গাদের আরও জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

এর আগে, গত ২৮ জুন মৌলভীবাজার শহরের চুবরা এলাকা থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছিল।

Comments

The Daily Star  | English

Law enforcers stop protesters from breaking thru Bangabhaban barricade

A group of protesters attempted to break through the security barricade in front of Bangabhaban around 8:30pm

23m ago