যশোরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
যশোর শহরের শঙ্করপুর ছোটনের মোড় এলাকায় শাওন ওরফে টুনি (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় এ ঘটনা ঘটে।
নিহত শাওন শঙ্করপুর জমাদ্দারপাড়া এলাকার হালিম মুন্সির ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, শহরের শঙ্করপুর ছোটনের মোড় এলাকার গতরাত ১১টায় পাঁচ থেকে ছয় যুবক শাওনকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে।
স্থানীয়রা শাওনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সালাহউদ্দিন স্বপন ডেইলি স্টারকে বলেন, 'হাসপাতালে আনার আগেই ওই যুবক মারা গেছেন। তার শরীরের অসংখ্য আঘাতের চিহ্ন আছে। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন।'
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'কী কারণে, কারা ওই যুবককে হত্যা করেছে তা তদন্তে কাজ করেছে পুলিশ। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।'
Comments